আল আমিন হোসেন মৃধা: ২৪-জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সমর্থন ও অংশগ্রহণকারী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি। শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের ১৩৪ সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যপদ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ১৬ হাজার সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মধ্যে।
গত রবিবার (১৯ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ড. সদরুদ্দিন আহমদ, ড. মো. আতিয়ার রহমান, মো. গোলাম আজম, ড. আজিজুল হক খান, মো. আব্দুল্লাহ মাসুদ, মো. মিজানুল হক, মো. মানিবুর রহমান মিয়া, মোহাম্মদ আলী হোসেন মোল্লা, আবদুল মালেক, কামাল আহমেদ, জাহিদ সোহেল ও মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারসহ বিসিএস ১৬ ব্যাচ থেকে ৪০ তম ব্যাচের ১৩৪ জন কর্মকর্তা এই প্রতিনিধি কমিটিতে রয়েছেন।
শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিজীবী হিসেবে কোন রাজনৈতিক সংগঠনের সদস্য হওয়ার সুযোগ নেই। যা সরকারি-কর্মচারী (শৃঙ্খলা-ও-আপিল) বিধিমালার পরিপন্থী। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের মুয়ীদ চৌধুরী সম্প্রতি বলেছেন, “সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারাই আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। অথচ কাক কিন্তু কাকের মাংস খায় না।”
এদিকে রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশের লক্ষে বিভিন্ন জেলায় জেলায় কর্মকাণ্ড চালিয়ে আসা জাতীয় নাগরিক কমিটি বলছে তারা অরাজনৈতিক সংগঠন। ফলে তাদের সংগঠনের সাথে যুক্ত থাকার আইনি ও নৈতিক কোনো বাধা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা ক্যাডারের একজন অধ্যাপক শিক্ষাবার্তা’কে বলেন, “শিক্ষা ক্যাডারের যেসব কর্মকর্তারা বৈষম্য ও ফ্যাসিস্ট শব্দগুলো কথায় কথায় আজ ব্যবহার করছেন তারাই একসময় বিগত সরকারের কাছের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় মগ্ন ছিলেন। এসব নেতারা বদলী ও পদায়নের জন্য এসব কমিটিতে নাম লিখিয়েছেন। মূলত এসব নব্য চেতনাবাজ নেতাদের মূখ্য উদ্দেশ্য হলো ভালো পদায়ন। জুলাই বিপ্লবের পর শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাদের বদলি হয়েছে। প্রবীণ এই অধ্যাপক আক্ষেপ করে বলেন, বদলির ধরন দেখে মনে হচ্ছে সকল ক্যাডারের রাজা শিক্ষা ক্যাডার। বিগত সরকারের ভোট চুরি শুধু এরাই করেছে। এসব সুবিধাবাদী প্লাটফর্ম আমি চাইনা।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষা ক্যাডার কর্মকর্তা বলেন, “শিক্ষা ক্যাডারের বদলি বাণিজ্যের সেরা মওসুম চলছে এখন। অবসরে যাওয়া ব্যক্তি, ছয় সাত বছর আগে শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছে তাদেরও পদায়ন করা হচ্ছে।”
সরকারি চাকরিজীবী হিসেবে এই কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিরা নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনে সমর্থ হবেন কি না জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলাউদ্দিন মোহাম্মদ একটি গণমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় নাগরিক কমিটি যেহেতু অরাজনৈতিক সংগঠন। এতে যুক্ত হওয়ায় আইনি ও নৈতিক কোনো বাধা নেই। যারা বিভিন্ন শ্রেণি-পেশার মধ্য থেকে গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাদের নাগরিক প্ল্যাটফর্মে আনা হয়েছে। সরকারি কলেজের শিক্ষকরাই নন, আমলাদের কেউ কেউ ছিলেন। সামরিক বাহিনীতে কর্মরত এবং অবসরপ্রাপ্তদের অনেকেই নানাভাবেই সক্রিয় ছিলেন। তারা বাংলাদেশের স্বার্থের পক্ষে সোচ্চার থাকবেন, এটুকুই।’
এ বিষয়ে জানতে চাইলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের মুঠোফোনে কল করলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক এক অতিরিক্ত সচিব বলেন, ‘সরকারি চাকরিজীবীরা কি ধরণের সংগঠন করতে পারবেন তা সার্ভিস রুলসে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। যে যেভাবেই ব্যাখ্যা করুক জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক সংগঠন। বিসিএস ক্যাডার কর্মকর্তারা এই ধরণের কমিটিতে থাকার কোন সুযোগ নেই। সরকারের উচিৎ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন সংযোজন। একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে একটি জাতির সম্মিলিত স্লোগান, যার মধ্য দিয়ে ফিরে আসে হারানো স্বাধীনতা। পুনরুজ্জীবন লাভ করে গণতন্ত্র। এই লড়াইয়ে যেমন ছিল ছাত্র-সাধারণ জনতা, ছিল রাজনৈতিক ব্যক্তিবর্গ তেমনই ছিল সরকারের বিভিন্ন কর্মকর্তারা। সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে হোক কিংবা গোপনে জুলাই গণঅভ্যুত্থানে যতই অবদান থাকুক না কেন তারা সেই বিচারে কোন রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকার সুযোগ নেই। থাকতে হলে আগে চাকরি ছাড়তে হবে।’
কমিটিতে স্থান পেয়েছেন যেসব কর্মকর্তা
কমিটিতে স্থান পাওয়া বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ব্যাচ ভিত্তিক তালিকা দেখুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.