রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ৭১ শিক্ষার্থীকে ১০৯তম সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কার করা হয়। অভিযুক্তদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, ৩৩ জনকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে এবং ২৩ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ তালিকা প্রকাশের পর সাধারণ শিক্ষার্থীরা এর বিরোধিতা করেন। এর প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন রকম স্লোগান দেন ‘হা হা হাস্যকর! র্যাগিং এ বহিষ্কার, মেরে ফেললে সেমিস্টার। প্রশাসনের এই বিচার মানি না। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম আশিকুর রহমান বলেন, ‘আমরা প্রশাসনের এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারি না। যদি প্রশাসন তিন দিনের মধ্যে এই ৭১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার না করে, তাহলে আমরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেব। পাশাপাশি হামলার ঘটনায় জড়িত অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো অফিস করছেন, যা অত্যন্ত নিন্দনীয়।
প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর বেরোবিতে প্রথম যখন ভিসি নিয়োগ হয় তখন তিনি আমাদের কথা দিয়েছিলেন যে শহীদ আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু হত্যাকাণ্ডের ছয় মাস পর শুধু নামমাত্র ১-২ সেমিস্টার বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
আরেক শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছেন, যারা এখনো ক্লাস ও পরীক্ষা দিচ্ছেন। কিন্তু তারা তাদের আসল চরিত্র আড়াল করে মুখোশ পরিবর্তন করেছেন। পাশাপাশি এমন অনেক কর্মকর্তা-কর্মচারী আছেন, যারা সব সময় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছেন এবং বর্তমানে ভিসিকে তোষামোদ করে চলছেন। এ ধরনের ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.