এইমাত্র পাওয়া

জবিতে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার দাবিতে বিক্ষোভ

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরপর তাঁরা উপাচার্যের কাছে এ দাবিসংবলিত স্মারকলিপি দেন।

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনের প্রথম দুটি দফা বাস্তবায়িত হয়েছে। কিন্তু তৃতীয় দফা নিয়ে প্রশাসন ও মন্ত্রণালয়ের কোনো অগ্রগতি লক্ষ করা যায়নি। মন্ত্রণালয়ে এটা নিয়ে আলোচনা না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ এবং হতাশ।

শিক্ষার্থীদের ভাষ্য, আবাসনব্যবস্থা না থাকায় তাঁদের পুরান ঢাকায় বাসাবাড়িতে অবস্থান করতে হয়। এ জন্য টিউশনি, খণ্ডকালীন চাকরি করে নিজেদের খরচ চালাতে হয়। ফলে তাঁরা পড়াশোনায় পর্যাপ্ত সময় দিতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি শিক্ষার্থীদের ভাতা দিতে পারে, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বাধা কোথায়—এমন প্রশ্ন রেখেছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় ক্যাম্পাস হওয়ার আগপর্যন্ত যেকোনো পদ্ধতিতে ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা এর জন্য সংশোধিত বাজেটে অথবা ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়টি যুক্ত করতে ইউজিসির সঙ্গে বৈঠক করার আহ্বান জানান। এ জন্য তাঁরা ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন। একই সঙ্গে তাঁরা এ বিষয়ে সমাধান লিখিত আকারে পেলে আন্দোলন প্রত্যাহার করবেন বলে জানান।

বিকেলের দিকে আন্দোলনকারী শিক্ষার্থী ওমর ফারুক জিলন প্রথম আলোকে বলেন, তাঁদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসন ইউজিসির ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষার্থীদের ভাতার বিষয়টি নিয়ে কাজ করতে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটি ২০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। সে প্রতিবেদন নিয়ে শিক্ষার্থীরা ইউজিসির সঙ্গে বৈঠকে বসবেন। ইউজিসি যদি শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবি না মানে, তাহলে ইউজিসি ঘেরাও করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০১/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.