নিউজ ডেস্ক।।
চলতি অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য এক হাজার ১৪৭ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। আর নতুন ও পুরাতন এমপিওভুক্ত সকল শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। গত অর্থবছরে এই বরাদ্দ ছিল ১৩ হাজার ১৪৪ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর জন্য আবেদন করলেও তার মধ্যে যোগ্য প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নেই। দুই হাজারেও কম প্রতিষ্ঠান এমপিওর জন্য প্রযোজ্য চার শর্ত শতভাগ পূরণ করতে পেরেছে। তবে দীর্ঘদিন এমপিও বন্ধ থাকার কথা বিবেচনায় নিয়ে আরো কিছু প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করতে চাচ্ছে সরকার। এখন পর্যন্ত সম্ভাব্য এমপিওর তালিকায় এসেছে দুই হাজার ৭৬২ প্রতিষ্ঠান। কিন্তু হাওড়-বাঁওড়, পাহাড়ি এলাকাসহ দুর্গম এলাকা ও নারী শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়েই ওই তালিকা চূড়ান্ত করা হচ্ছে। সেক্ষেত্রে মোট প্রতিষ্ঠানের সংখ্যা আরো বেড়ে প্রায় তিন হাজার হতে পারে। এমনকি দুর্গম অঞ্চলের প্রতিষ্ঠানকে সর্বাধিক গুরুত্ব দিতে নতুন এমপিও নীতিমালা কিছুটা শিথিল করাও হতে পারে।
সূত্র জানায়, বিগত ২০১০ সালের পর কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত হয়নি । ওই সময়ে ৭ হাজারেরও বেশি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া ২০১০ সালের আগে একাডেমিক স্বীকৃতি পাওয়া নন-এমপিও প্রতিষ্ঠানও রয়েছে প্রায় ৩ হাজার। সব মিলিয়ে এমপিওর অপেক্ষায় ১০ হাজারেরও বেশি সরকার স্বীকৃত প্রতিষ্ঠান রয়েছে। এমপিওর জন্য ওসব প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষক কর্মচারী বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। ২০১১ সাল থেকেই চলছে এমপিওর দাবির আন্দোলন। বিভিন্ন সময় সংসদ সদস্যরাও নিজ এলাকার প্রতিষ্ঠান এমপিওর জন্য একই দাবিতে সোচ্চার হয়েছেন। তবে এবার এমপিও নিয়ে অপেক্ষার অবসান হচ্ছে।
এমপিওভুক্তির বাছাই কমিটির সদস্য ও ব্যানবেইসের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহ জানান, এমপিওভুক্তির জন্য ১০০ নম্বরের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। দুর্গম এলাকার যেসব প্রতিষ্ঠান শতভাগ যোগ্যতা অর্জন করতে পারেনি, সেগুলোকে কীভাবে বিবেচনায় নেয়া যায় তা ভাবা হচ্ছে। নারী শিক্ষা প্রতিষ্ঠানও অগ্রাধিকার পাবে। তা করা হলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা কিছু বাড়বে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কাজ দ্রুত এগোচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.