মানিকগঞ্জঃ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘দফা এক দাবি এক’ স্লোগান নিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শেষে শিক্ষার্থীরা তুনশ্রী হত্যায় সাত দফা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ও একটি স্মারকলিপি দেন পুলিশ সুপারকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের বনগ্রাম এলাকার স্বামীর বাসা থেকে তনুশ্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ উঠেছে, বিয়ের তিন মাসের মধ্যে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তনুশ্রী রায় (২১)।
নিহতের পরিবারের দাবি, নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আত্মহত্যা করতে হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দক্ষিণ চৈল্লা গ্রামের দীনবন্ধু রায়ের ছোট মেয়ে তনুশ্রী রায়ের সঙ্গে পৌর এলাকার বনগ্রাম এলাকার অটল বিশ্বাসের ছেলে অতুনু বিশ্বাসের (৩০) সঙ্গে গত বছরের ৩ অক্টোবর বিয়ে হয়। এর পর থেকে নানা বিষয় নিয়ে গালাগালিজসহ প্রতিনিয়ত মানসিক নির্যাতন চালাতো শ্বশুড়বাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলার ভিত্তিতে নিহতের স্বামী অতুনু বিশ্বাসকে গ্রেপ্তার করেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.