নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি মাদ্রাসায় (দাখিল ও আলিম) এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠনপূর্বক উক্ত এডহক কমিটি কর্তৃক আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে নির্দেশ প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। এডহক কমিটির সভাপতি যোগ্যতা দাখিল ও দাখিল (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনালের ক্ষেত্রে স্নাতক এবং আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (০৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব হাছিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত)’ এর প্রবিধি ৩৯-এর আওতায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এবং ‘বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি প্রবিধানমালা, ২০০৯’ এর প্রবিধি ৩৯ এর আওতায় বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনপূর্বক উক্ত এডহক কমিটি কর্তৃক আগামী ০৬ (ছয়) মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স এবং ডিপ্লোমা ইন এগ্রিকালচার পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতকোত্তর এবং দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক পাশ।
মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত)’ এর প্রবিধি ৩৯-এ বলা হয়েছে, এডহক কমিটি।–(১) দাখিল বা আলিম স্তরের কোন বেসরকারি মাদরাসা নির্ধারিত সময়ের মধ্যে গভার্ণিং বডি বা ক্ষেত্রমত, ম্যানেজিং কমিটি পুনর্গঠনে ব্যর্থ হইলে অথবা উহা সঠিকভাবে গঠিত না হইলে বা বাতিল হইলে বা ভাঙ্গিয়া দেওয়া হইলে অনধিক ৬ (ছয়) মাসের জন্য নিম্নে বর্ণিত সদস্য সমন্বয়ে এডহক কমিটি গঠিত হইবে,
- যথাঃ-
সভাপতি- বোর্ড কর্তৃক মনেনীত;
সদস্য- সচিব- সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান;
সদস্য- জেলা শিক্ষা অফসার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য হইতে একজন শিক্ষক; এবং
জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক । - এডহক কমিটি গভার্ণিং বডির বা ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করিবে। তবে এডহক কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
- এডহক কমিটি গঠনের ৬ (ছয়) মাসের মধ্যে এই প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট মাদরাসার গভার্ণিং বড়ি বা ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করিতে হইবে।
হইবে । - তিন জন সদস্যের উপস্থিতিতে এডহক কমিটির সভার কোরাম গঠিত হইবে।
- এডহক কমিটি গঠনের বিষয়ে বোর্ডের অনুমোদন গ্রহণ করিতে হইবে ।
- বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের তারিখ হইতে উহার মেয়াদ গণনা করা
- এডহক কমিটি অনুমোদিত হইবার ০৬ (ছয়) মাসের মধ্যে গভার্ণিং বডি বা ক্ষেত্রমত, ম্যানেজিং কমিটি গঠন ব্যর্থ হইলে মেয়াদ শেষে উক্ত এডহক কমিটি বিলুপ্ত হইয়া যাইবে ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.