এইমাত্র পাওয়া

পিডিএফ কপি দিয়ে পাঠদান চলছে নীলফামারী পুলিশ লাইনস একাডেমীর

নিজস্ব প্রতিবেদকঃ  পুলিশ লাইনস একাডেমী স্কুলে বছরের প্রথম সপ্তাহ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)র পিডিএফ কপি ডাউনলোড করে শিক্ষক- শিক্ষার্থী সমন্ময়ে বিদ্যালয়ের পাঠদান চলমান রাখায় অন্যান্য বিদ্যালয় গুলোর কাছে অনুকরণীয় ও ঈর্ষণীয় হয়ে উঠেছে নীলফামারী পুলিশ লাইনস একাডেমী।

জানা গেছে,২০২৫ এ পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন ও বিয়োজন করে প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন হওয়ায় সময় মত বই না পেয়ে অনেক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক হতাশাগ্রস্থ হয়ে পড়েছে।

১ম থেকে দশম শ্রেণীর ৭০০ শিক্ষার্থী নিয়ে পুলিশ লাইনস একাডেমী নজর কেরেছে অভিভাবকদের।

নতুন শিক্ষাবর্ষের সপ্তাহ পার হলেও রংপুর অঞ্চলের এখনও বিপুলসংখ্যক শিক্ষার্থী বিনামূল্যের পাঠ্যবই পায়নি। ফলে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের পিডিএফের প্রিন্ট কপির প্রতি ঝুঁকে পড়েছে শিক্ষার্থীরা। ডাউনলোড করে প্রিন্ট করাতে অতিরিক্ত উচ্চমূল্য গুনতে হচ্ছে অভিভাবকদের। তবে দরিদ্র ও সীমিত আয়ের অভিভাবকদের পক্ষে পিডিএফ প্রিন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে তৈরি হচ্ছে বৈষম্য।

বিদ্যালয় টির সহকারী প্রধান শিক্ষক জুলফিগার আলী বলেন পিডিএফ কপি হাতে পাওয়ার সাথে সাথে বিদ্যালয়ে পাঠ দান শুরু করা হয়েছে।

পুলিশ লাইন একাডেমীর প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ বলেছেন, বিদ্যালয়ের শিখন কার্যক্রম চলমান রাখার জন্য বই শিক্ষার প্রধান উপকরণ হিসেবে পাঠ্যপুস্তক অত্যাবশক তাই শিখন কার্যক্রম চলমান রাখার জন্য বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকার প্রেরিত বই না আসায় অনলাইন থেকে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দুই একটি করে অধ্যায় পিডিএফ কপির প্রিন্ট করতে বলা হয়েছে শিক্ষার্থীদের । এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে তেমনি ভাবে বিদ্যালয় মুখিও হবে ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.