গোলাম মাওলা, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র (আইআইটি) আয়োজনে ‘ডিজিটাল স্কিল ফর স্টুডেন্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
গতকাল বিকেলে আইআইটি ল্যাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, আমাদের দক্ষ মানুষ তৈরি করতে হবে। যে কোনো জায়গা থেকে একজন দক্ষ মানুষ দেশ-জাতির জন্য বিশাল অবদান রাখতে পারে। তিনি বলেন, শিক্ষক সফল হয় তখন, যখন শিক্ষার্থী তাঁকে অতিক্রম করে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞান তাদের সৃজনশীলতার মাধ্যমে ব্যবহারিক জীবনে প্রয়োগে করে সাফল্য অর্জন করবে।
বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং বিশ্বব্যাংকের সার্বিক সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ১৬০ ঘন্টার এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইটির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. শামীম আল মামুন। প্রশিক্ষণ কর্মশালায় ডাটা সায়েন্স, সাইবার ক্রাইম, গ্রাফিকস্ ডিজাইনসহ ১২টি কোর্স পরিচালনা করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.