দুইবছর ধরে টেকনাফে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই

কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে গত দুই বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই, এতে উপজেলার শিক্ষা কার্যক্রম চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, দুই বছর আগে টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে আনন্দময় ভৌমিক নামে এক কর্মকর্তা দায়িত্বে ছিলেন। তিনি বদলি হওয়ার পর আর কোন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পোস্টিং টেকনাফে হয়নি। দুইবছর পরে গত এক সপ্তাহ আগে উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অতিরিক্ত হিসেবে টেকনাফের দায়িত্ব দেওয়া হয়েছে।

শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টেকনাফ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এম এ মনজুর বলেন, দীর্ঘ দুইবছর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় স্কুল গুলোর অফিসিয়াল কাজ থেকে শুরু করে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। ঠিকমত স্কুলের নানান কাগজপত্রের জমা দেওয়া ও শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান পরামর্শ থেকে বঞ্চিত হতে হচ্ছে শিক্ষকরা। টেকনাফ উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মাধ্যমে শিক্ষা কর্মকর্তা টেকনাফে দরকার।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দীর্ঘ সময় টেকনাফ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটা খালি রয়েছে। এতে করে শিক্ষার কার্যক্রমে তো প্রভাব পড়বে। এর আগে যিনি ছিলেন তিনি গত দুই বছর আগে বদলি জনিত কারণে অন্য জায়গায় ওই কর্মকর্তা চলে গেছেন। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যতদ্রুত সম্ভব টেকনাফে মাধ্যমিক শিক্ষা অফিসার দরকার।

কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রামমোহন সেন বলেন, টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার খালি পদে আপাতত উখিয়ার যিনি দায়িত্ব আছেন তাকে অতিরিক্ত হিসাবে গত এক সপ্তাহে আগে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে একজন একাডেমিক সুপারভাইজার ছিলো তিনি এই কাজ গুলো করতেন। তবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার কারণে শিক্ষা কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে নানান জটিলতা হচ্ছে। তাই আমরাও চেষ্টা করতেছি টেকনাফে শিক্ষা কর্মকর্তার শূন্য পদে কর্মকর্তা দিতে। শিক্ষা কর্মকর্তা নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে আমরা জানিয়েছি। আশা করি দ্রুত সময়ের মধ্যেই বিষয় টা সমাধান হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading