এইমাত্র পাওয়া

শিক্ষকতাকে দেশের প্রথম শ্রেণির পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে: হাসনাত

কুমিল্লাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শিক্ষকতাকে অবশ্যই দেশের প্রথম শ্রেণির একটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে। যাতে করে মেধাবীরা এ পেশায় আসতে উৎসাহিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) শতবর্ষী দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সহকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরকে এক রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষাকতা এমন একটি পেশা, যারা শিক্ষার্থীদের তৈরি করেন তাই শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে।

এর আগে বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দলের সমন্বয়ে দুই শিক্ষককে গার্ড অব অনার প্রদান করা হয়, পরে শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছসহ নানা উপঢৌকন প্রদান করা হয়।

বিদায়ী দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ এবং শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার শিক্ষার্জনের তাগিদসহ মোবাইলে আসক্তি, মাদক, ইভটিজিং বর্জনসহ নানা উপদেশমূলক বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে করুণ সুরে ব্যান্ড বাজিয়ে ফুলের সাঝে স-ুসজ্জিত একটি গাড়িতে করে প্রিয় বিদায়ী দুই শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন— সহকারী শিক্ষক মিতা বেগম, প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মো. জাকির হোসেন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মো. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সাগর, মো. তমিজ উদ্দিন, ডা. মো. আল আমিন, বর্তমান শিক্ষার্থী তাছিম তৌকি আরিফ, তাবাচ্ছুম মিনহা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.