এইমাত্র পাওয়া

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সভাপতি সাত্তার, অভিভাবক সদস্য জাকির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর পাঠদান করানো রাজধানীর রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি (এডহক) গঠন করা হয়েছে। গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) মো. আব্দুস সাত্তার। 

রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ রিজাউল হক স্বাক্ষরিত অফিস আদেশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটির অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সাবেক সভাপতি, ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মো: জাকির হোসেন সিদ্দিকী এবং শিক্ষক প্রতিনিধি করা হয়েছে মাকসুদা খাতুনকে। 

অফিস আদেশে বলা হয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির মেয়াদ এ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। উক্ত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.