সিরাজগঞ্জঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্প্রতিবার দুপুরের দিকে তিনি রবির অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ পৌঁছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। পরবর্তীতে তিনি রবির অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১, অস্থায়ী অ্যাকাডেমিক-৩ সহ অন্যান্য ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ইউজিসির সদস্য মহোদয়কে শুভেচ্ছা জানান। এছাড়াও তিনি রবির অস্থায়ী ছাত্র হল অনুমোদনের লক্ষ্যে শাহজাদপুর শহরের মধ্যে ২টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এরপর মাননীয় সদস্য রবির প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে এক আলাপচারিতায় ভিসি রবির স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন সম্পর্কিত নানান পরিকল্পনা ও শিক্ষা সংশ্লিষ্ট সংকটসমূহ তুলে ধরেন এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়ন ও সংকটগুলো সমাধানের লক্ষ্যে ইউজিসির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান রবির স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন ও শিক্ষা সংশ্লিষ্ট সংকটসমূহ সমাধানের লক্ষ্যে সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে রবির ভিসিকে আশস্ত করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়–য়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদসহ ইউজিসি ও রবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.