এইমাত্র পাওয়া

যবিপ্রবির শিক্ষার্থীরা খণ্ডকালীন চাকরির সুযোগ পেতে যাচ্ছে

যশোরঃ খণ্ডকালীন চাকরির সুযোগ পেতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হলটির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা খণ্ডকালীন এ কাজের সুযোগ পাবেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে হলটির প্রশাসন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুন্সী মেহেরুল্লাহ হলের ডাইনিং সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে অত্র হলের আবাসিক/অনাবাসিক ছাত্রদের মধ্য থেকে কিছুসংখ্যক শিক্ষার্থীকে পার্টটাইম চাকরির জন্য সুযোগ দেওয়া হবে। উক্ত কাজে আগ্রহী ছাত্রদের নিকট থেকে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে হল অফিস কক্ষে (GOO4) প্রভোস্ট বরাবর আবেদন করতে হবে। এই কাজের দায়িত্ব, সময় ও বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী টিউশন বা অন্যান্য কাজের মাধ্যমে নিজের পড়ালেখার খরচ সরবরাহ করে। বিশ্ববিদ্যালয়ের ও অনেক জায়গায় খণ্ডকালীন চাকরি দেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে দরিদ্র শিক্ষার্থীদেরকে সেসব জায়গায় কাজের সুযোগ করে দিলে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে, মুন্সী মেহেরুল্লাহ হলে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে এ ধরনের উদ্যোগ শুরু করার জন্য। আশা করি আগামীতে মেডিকেল, লাইব্রেরি বা অন্যান্য জায়গাগুলোতেও খণ্ডকালীন চাকরিতে শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

এ বিষয়ে মুন্সী মেহেরুল্লাহ হল প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, আমাদের হলটি যবিপ্রবির একটি বৃহৎ আবাসিক হল। এখানে ডাইনিং পরিচালনা সংশ্লিষ্ট কাজে জড়িত থেকে শিক্ষার্থীরা একটি গঠনমূলক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এই ধরনের খণ্ডকালীন কাজের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক বাস্তব জ্ঞান এবং যোগ্যতা অর্জিত হবে বলে মনে করি। অপরদিকে, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি সময় দিয়ে নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই কিছুটা বহন করতে পারবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading