এইমাত্র পাওয়া

পাবনায় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে খিচুরি পার্টি করায় চেয়ারম্যান গ্রেপ্তার

পাবনাঃ বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে পাবনায় বৈঠক করার অভিযোগে মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি (৪৫) নামে চরতারাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা।

গ্রেপ্তারকৃত মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে।

তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ওই ওয়ার্ডের আওয়ামী সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের উপর ৩ থেকে ৪ শ’ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য কয়েক ডেকচি খিচুড়ি রান্না করা হয়। বর্তমান সরকারকে উৎখাত করতে সেখানে নাশকতার উদ্দেশে তারা গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন। এরপর সোমবার দুপুরের দিকে সদর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ইব্রাহিমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে আটক করা হয়।

এরপর গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ রোডে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দুজন শিক্ষার্থীকে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হয়।

পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন মোস্তফা আলী খান। শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করি।’

উল্লেখ্য, গত ৫ আগস্টে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ইউনিয়ন পরিষদে উপস্থিত না থাকায় সরকারের পক্ষ থেকে ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তফা আলী খানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.