এইমাত্র পাওয়া

শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্বের তাগিদ বিশিষ্টজনদের

কক্সবাজারঃ “প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন খুবই জরুরি। বেকার তরুণ-তরুণীরা পরিবর্তিত চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে না পারলে আগামী দিনগুলোতে চাকরি পাওয়া আরও কঠিন হবে।”

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি) আয়োজিত ‘ক্যারিয়ার হাব’ অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিশিষ্টজনরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এমপ্লয়মেন্ট সাপোর্ট সার্ভিসেসের (ইএসএস) এ সেবা পরিচিতি অনুষ্ঠান হয়।

ব্র্যাক এসডিপির তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর ২.২ মিলিয়ন তরুণ কর্মবাজারে প্রবেশ করেন। অথচ, প্রয়োজনীয় দক্ষতার অভাবে আনুমানিক ১০ মিলিয়ন তরুণ-তরুণী বর্তমানে বেকার বা কর্মহীন।

আলোচনায় বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: তৃণমূল পর্যায়ে ইএসএস সেবাগুলো সম্পর্কে অবহিত করা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এ সেবাগুলোকে সংযুক্ত করা, এ কাজকে এগিয়ে নিতে গ্রামীণ এলাকায় মোবাইল ক্যাম্পেইন চালু এবং দক্ষতা উন্নয়নে প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীকে অধিক হারে অন্তর্ভুক্ত করা।

ব্র্যাকের এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল, যুবাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে করণীয় ঠিক করা এবং কর্মদক্ষতা উন্নয়নে ’ক্যারিয়ার হাব’-এর বিস্তারিত কার্যক্রম তুলে ধরা।

ব্র্যাক এসডিপি প্রোগ্রামের আওতায় ইতোমধ্যে চালু হয়েছে ক্যারিয়ার হাব বা ইএসএস সেবা। এ সেবার আরেকটি লক্ষ্য হচ্ছে, চাকরিপ্রত্যাশীদের দক্ষতা ও প্রত্যাশা অনুযায়ী বর্তমান প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে সংযোগ স্থাপন করা। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার পরামর্শ, চাকরির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, জীবনবৃত্তান্ত পর্যালোচনা এবং চাকরির জন্য সঠিক রেফারেন্স প্রদান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলায়মান। সভাপতিত্ব করেন ইমপ্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিজ ফর কক্সবাজার (আইএসইসি) প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.