এইমাত্র পাওয়া

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে শিক্ষককের রাজকীয় বিদায়

নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে দীর্ঘ ৩০ বছরের কর্মময় জীবন শেষে প্রধান শিক্ষককে অবসর জনিত রাজসিক বিদায় সংবর্ধনা দিয়েছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার উপজেলার তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমানকে এই ব্যতিক্রমী বিদায় দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের এই অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসিল্যান্ড সুরাইয়া মমতাজের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত সদর ইউপি চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ সোনা, শিক্ষক রাজিব হোসেন, ছাত্রীদের মধ্যে মাইশা, মালিহা, মাহিম এবং মাহিমা প্রমুখ। এতে বিদ্যালয়ের শত শত বর্তমান এবং সাবেক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষক সমিতির বিদায়ী শিক্ষককে ১ লাখ ৯৮ হাজার টাকার চেক এবং বিভিন্ন সামগ্রী উপহার দেন। অনুষ্ঠানের শেষে বিকাল ৪ টায় তাকে ঘোড়ার গাড়িতে করে বিদায় দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে প্রিয় শিক্ষককে বিদায় জানান।

শিক্ষক রাজিব হোসেন বলেন, বিদ্যালয়ে এই প্রথম কোন শিক্ষকের বিদায়। দীর্ঘ ৩০ বছর কর্মময় জীবন শেষে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের অবসরজনিত এই বিদায়ে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের ইচ্ছায় ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

বিদায়ী প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বলেন, বিদায় বড় কষ্টের হলেও আজ অনেক ভালো লাগছে। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শুরু করে এখন প্রতিষ্ঠানে প্রায় ৪০০ জন ছাত্রী। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই দেশের বড় জায়গায় কর্মরত। তিনি কান্না জনিত কন্ঠে বাঁকি জীবনের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.