এইমাত্র পাওয়া

পুলিশের অভিযানে ফেনসিডিলসহ স্কুল শিক্ষক আটক

মেহেরপুরঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ একজন স্কুল শিক্ষকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর পশ্চিম পাড়া থেকে স্বপন আলী (৩৫)- কে আটক করে।

আটককৃত স্বপন কাজীপুর মুন্সীপাড়া (৩নং ওয়ার্ড) এর মৃত নবীর উদ্দিনের ছেলে ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশের এএসআই কালাম বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামন্দী-নিশিপুরের মেসার্স রাহুল স্টোর মুদী দোকানের সামনে থেকে মোটরসাইকেল চালিত অবস্থায় ১৫ বোতল ফেনসিডিল ও পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল বলেন, আটককৃত স্বপনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.