রাঙামাটিঃ বাল্যবিয়ে ও শিশু নির্যাতন বন্ধের বিষয়ে সচেতনতা বাড়ানো ওপর তাগিদ দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ।
বুধবার (১১ ডিসেম্বর) জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, তথ্যমতে ৮০ শতাংশ শিশু নির্যাতনের শিকার। এই নির্যাতন বন্ধে কাজ করতে হবে। তাই যে সেক্টর থেকে নির্যাতন হচ্ছে সেই সেক্টরগুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, ইউনিসেফ রাঙামাটি জেলা কর্মকর্তা মং ইয়ং, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসাসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় শিশু নির্যাতন বন্ধ ও কিশোর কিশোরীদের অধিকার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়। পরে শিশু নির্যাতন বন্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.