এইমাত্র পাওয়া

বিএনপি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে: অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য শিক্ষার ব্যবস্থা করবে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া  বলেন, ‘শিক্ষা হতে হবে একমুখী। একটি পদ্ধতির মধ্যেই সবার সুযোগ সুবিধা থাকবে। বিএনপি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করবে। এক্ষেত্রে ছাত্র-শিক্ষক সবাই উপকৃত হবে। এদিকে দল থেকে ও সংগঠন থেকে নজর রাখা হচ্ছে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে নন্দকুমার মডেল ইনস্টিটিউটে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ৩০ হাজারের বেশি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষককে জাতীয়করণ করেনি শেখ হাসিনা সরকার। গত সাড়ে ১৫ বছরে শেখ হাসিনা সরকারের শিক্ষাক্ষেত্রের দুরবস্থার দিকে কোনো কর্ণপাত ছিল না। তারা ছিল লুটপাটের সরকার। কোথা থেকে কী লুট করতে হবে সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। শিক্ষাখাতে যত বাজেট ছিল সেগুলো আওয়ামী লীগের সরকার হাতিয়ে নিয়েছে।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বলেন, শিক্ষকদের জাতীয়করণ করা হলে শিক্ষা ব্যবস্থার আরও পরিবর্তণ হয়ে যাবে। শিক্ষার গুনগত মানেরও উন্নত হবে। বিগতদিনে শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের অভাবে শিক্ষা ব্যবস্থা খাদে পড়ে গেছে। এজন্য অবস্থা থেকে মুক্তি নিতে হলে সমাজের বিভিন্নস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে।

শিক্ষক সমিতির শিবচর উপজেলার সভাপতি আতাউর হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শিবচর উপজেলার আহবায়ক কামাল জামাল মোল্লা প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.