গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক ব্যবসায় জড়িত থাকায় দুইজনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। আটক ব্যক্তিরা হলেন, ফার্মেসি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ আবু হেনা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মচারী কালু।
বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে যথাযথ আইনি পদক্ষেপের জন্য তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত টহল দেয়ার সময় এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। তার কাছে ক্যাম্পাসে মাদকের প্রধান সরবরাহ কারীর বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আবু হেনা ও কালুর বিষয়ে বলেন। এ তথ্যের ভিত্তিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু হেনা ও ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেপ্তার করা হয়।
তাদের পুলিশে সোপর্দের বিষয়ে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম বলেন, প্রথমে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু হেনা এবং ক্যাফেটেরিয়ার কর্মচারী কালুকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে।
গত ৩ ডিসেম্বর মাদক বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর সহ অনকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থার কথা স্পষ্ট করে। সেই সঙ্গে মাদকের সাথে সংশ্লিষ্ট সকলকে শাস্তির আওতায় আনার কথা উল্লেখ করেন। তারই অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.