নিজস্ব প্রতিবেদক।। মানবাধিকার রক্ষায় তিন দশকের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড লাভ করেছে মানবাধিকার সংস্থা ‘অধিকার’। তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (টিএফডি) বুধবার এ ঘোষণা দেয়। এই পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ মার্কিন ডলার। অধিকারের প্রধান নির্বাহী আদিলুর রহমান খান বর্তমান সরকারের গণপূর্ত ও শিল্প উপদেষ্টা।
সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সংস্থাটি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, অ্যাডভোকেসি এবং সরকারের স্বচ্ছতা পর্যবেক্ষণ ছাড়াও নাগরিক অধিকার রক্ষা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের তথ্য উন্মোচন করে আসছে। হয়রানি, কারাদণ্ড এবং নজরদারির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও তিন দশক ধরে বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকার সমর্থনের জন্য অধিকারকে চলতি বছর এ পুরস্কার দেওয়া হয়েছে।
টিএফডি জানিয়েছে, এই পুরস্কারের সঙ্গে অধিকার একটি ট্রফি এবং এক লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা পাবে, যা তাদের ভবিষ্যৎ কার্যক্রম আরও জোরদার করবে বলে মনে করছে টিএফডি।
শিক্ষাবার্তা ডটকম/এ/২৮/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.