নিজস্ব প্রতিবেদক।।সরকারি যানবাহন অধিদপ্তর তাদের রাজস্ব খাতে জনবল নিয়োগের জন্য ১৭টি ভিন্ন ক্যাটাগরির ৫৩০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ।
পদের বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদের তালিকা:
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
২. মেকানিক গ্রেড-বি
– পদসংখ্যা: ১৯
– যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
– বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৩. গাড়িচালক
– পদসংখ্যা: ৩৩৩
– যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস
– বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
– পদসংখ্যা: ৪
– যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
– বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৫. স্পিডবোট চালক
– পদসংখ্যা: ১০
– যোগ্যতা: স্পিডবোট চালনায় তিন বছরের অভিজ্ঞতা
– বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এই ওয়েবসাইট ভিজিট করুন: [http://dgt.teletalk.com.bd](http://dgt.teletalk.com.bd)। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে [এ লিংকে](https://dgt.gov.bd/sites/default/files/files/dgt.portal.gov.bd/notices/dc8eb76b_3e33_4688_be55_4b9d47c73f54/2024-11-17-11-09-66148462021bb4c9cf9df0c80646164a.pdf)।
আবেদন ফি
– ১ থেকে ১২ নম্বর পদের জন্য ফি: ২২৩ টাকা
– ১৩ থেকে ১৭ নম্বর পদের জন্য ফি: ১১২ টাকা
বেতন ও অন্যান্য সুযোগ
বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু হয়ে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন বেতন নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এ/১৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.