এইমাত্র পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে পিএইচডি ও এমফিল

কুবিঃ অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চালু হতে যাচ্ছে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ৮২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

জানা গেছে, অ্যাকাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী যে বিভাগগুলো পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালু করতে চায় সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে। সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমাদের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় রেগুলার এজেন্ডার পর সম্পূরক এজেন্ডা হিসেবে বিষয়টি এসেছে। অ্যাকাডেমিক কাউন্সিল সভা এবং সিন্ডিকেট থেকে অনেক আগেই এমফিল এবং পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন ছিল। এতদিন উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান উপাচার্য স্যার উদ্যোগ নিয়েছেন। আমাদের বিভাগগুলোর যদি সক্ষমতা থাকে তাহলে তারা যেন আমাদেরকে জানায়। সকল বিভাগের প্রস্তুতির কথা বিবেচনায় এনে আমরা কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে যাব। এরপর আমরা ভর্তির মতো বিজ্ঞপ্তি দেব, যারা আবেদন করার এবং নিয়ম অনুযায়ী তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করব।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.