এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় লোকাল বাসে সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’র সিদ্ধান্ত, কাল থেকেই শুরু

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় শিক্ষার্থীদের জন্য সপ্তাহে পাঁচ দিন বাসভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন–সংশ্লিষ্ট তিনটি সংগঠন। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখা কমিটির প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার মধ্যে এই সুবিধা অব্যাহত থাকবে।’

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে পরিবহন–সংশ্লিষ্ট তিনটি সংগঠন। তাতে বলা হয়েছে, কুষ্টিয়া জেলার মধ্যে চলাচলরত সব লোকাল বাসে সকাল ৭টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবেন। তবে এ সময় স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিদ্ধান্ত কার্যকর হবে না। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ১০ দিন আগে ও পরে হাফ ভাড়া প্রযোজ্য হবে না। এতে আরও বলা হয়েছে, এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটির সঙ্গে এবং বাস মালিক ও শ্রমিকেরা নিজ নিজ সমিতির সঙ্গে যোগাযোগ করবেন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুষ্টিয়া জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসিন আলী, কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল এবং কুষ্টিয়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

৪ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কুষ্টিয়ার পরিবহন–সংশ্লিষ্ট তিনটি সংগঠনের নেতাদের যৌথ সভা হয়। এরপর সর্বসম্মতিক্রমে গত রোববার কুষ্টিয়া বাস মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে নেতাদের চূড়ান্ত সভায় অর্ধেক ভাড়া নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান বলেন, আগস্ট মাস থেকে এই দাবি তোলা হয়েছিল। অবশেষে কার্যকর হচ্ছে। শিক্ষার্থীরা যাতে শর্তগুলো মেনে যাতায়াত করেন, সে ব্যাপারে সবার সহযোগিতা চান তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading