নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো: হাসান রহমানকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের এস এম মোজতাহীদ প্লাবনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জামাল হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া শারমীন শিমু, মো. আলমগীর হোসেন। সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসাইন, অর্থ সম্পাদক মো. মুতাসিম বিল্লাহ। দপ্তর সম্পাদক জেরিন ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ওমর তারিক। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহুল রাহা, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পি। কার্যকারী সদস্য আবু হানিফ, আশিক কবির, তাসিন আহমেদ, ইশরাক জাহান।
এছাড়া ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: মাহবুবুর রহমান (জনি), ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: আশরাফুল আলম, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো: মনির আলম।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪২টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.