সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সোমবার (১১ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ শুরু হয়। পরে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা প্রদান করে।
এর আগে বিক্ষোভ ও মিছিলের আয়োজনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী। পরে তার কক্ষ থেকে বেরিয়ে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভের চেষ্টা করে।
এই বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিগত ৯ মাস আমাদের বৃহস্পতিবার সম্পূর্ণ ক্লাস হয়না এবং প্রচলিত রুটিনে সপ্তাহে মাত্র দুই দিন গণিত ক্লাস নেওয়া হয়। এই বিষয়গুলোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করার সময় প্রধান শিক্ষকের লোকজন আমাদের বাধা দেয়। এমনকি আমাদের উপরে মারধরের হুমকি দেওয়া হয়।
পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলী বলেন, ছাত্ররা আমার কাছে রুটিন বিষয়ে তাদের আপত্তি নিয়ে এসেছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, ছাত্ররা আমার কাছে এসে প্রধান শিক্ষক মোঃ ওয়ারেছ আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি উপজেলা সমবায় অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.