এইমাত্র পাওয়া

মঠবাড়িয়ায় খাল থেকে শিক্ষকের ম-র-দে-হ উদ্ধার

পিরোজপুরঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নম্বর দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রাম মাদ্রাসা সংলগ্ন খাল থেকে মো. সালাউদ্দিন ওরফে শাহাবুদ্দিন (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে দেবত্র খালে মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন।

নিহত শাহাবুদ্দিন দেবত্র গ্রামের আব্দুল সাত্তার মিয়ার ছেলে।

জানা গেছে, ১২ বছর এবং ৭ বছর বয়সী দুই ছেলের বাবা নিহত শাহাবুদ্দিন মিরুখালী ওয়াহেদাবাদ গ্রামের নূর আলা নূর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ছিলেন। মরদেহ উদ্ধারের সময় তার গলায় কাপড় পেঁচানো দেখা গেছে। পরনে লুঙ্গি ছাড়া আর কোনো পোশাক ছিল না।

স্থানীয়রা জানায়, গত ৩ দিন আগে তিনি নিখোঁজ হন। তবে তার সঙ্গে অনেকেরই আর্থিক লেনদেনের বিষয় আছে। এটা আত্মহত্যা না হত্যা, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না বা ধারণা করতে পারছেন না।

নূর আলা নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রুহুল আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে তিনি সকলের সঙ্গে সুন্দর ব্যবহার করতেন। অফিসিয়াল কাজ তিনিই করতেন। শুনেছি বৃহস্পতিবার বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। এরপর স্বজনরা তাকে খুঁজতে থাকে। পরে শনিবার রাতে তার মরদেহ পাওয়া যায়। মাদ্রাসার শিক্ষাঙ্গনে একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় প্রাথমিকভাবে মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়েছে। মরদেহে কোনো প্রকার আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.