এইমাত্র পাওয়া

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অন্যদের রাজনীতি বন্ধ করতে চাচ্ছে: ঢাবি ছাত্রদল সভাপতি

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তা করার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসাসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে জাতীয়বাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। আজ রোববার দুপুরে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

তাদের বাকি দুই দফা হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা; বিগত আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সব মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।

শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষ করে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে ঢাবি ও তার বিভিন্ন হলের ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ছাত্রলীগ ও তার দোসররা ছাত্র রাজনীতিকে কলুষিত করে এখন চাচ্ছে বাংলাদেশে যেন আর কোনো ছাত্ররাজনীতি না হয়। যেহেতু তারা রাজনীতি করতে পারবে না, তাই তারা চাচ্ছে অন্য কেউ যেন রাজনীতি করতে না পারে।’

ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা ছাত্রদলের ইমেজকে সংকটে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে, সে ফাঁদে পা দেওয়া যাবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে যেভাবে গেস্টরুম-গণরুম সংস্কৃতি কায়েম করে, জোর করে মিছিল-মিটিংয়ে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভীতির সঞ্চার করেছিল, সাধারণ শিক্ষার্থীরা মনে করছে, ছাত্রদলও তেমন করবে কি না। শিক্ষার্থীদের কোনো প্রকার বিরক্তি হয়, পড়াশোনায় ব্যাঘাত ঘটে, চাল-চলনে আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনো রাজনীতি ছাত্রদল অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।’

সাহস আরও বলেন, ‘ছাত্রদলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি (তারেক রহমান) আমাদের সিনিয়র পারসন। আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করে তারেক রহমানকে অবহিত করি। কর্মপরিকল্পনা যদি সমসাময়িক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে, তাহলে অনুমতি দেন। ছাত্রদল মেধা, মনন ও সৃজনশীলতাকে ধারণ করে সামনের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চায়।’ শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতি দ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচারের দাবিও জানান ছাত্রদলের এ নেতা।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ছাত্রলীগের দোসররা ছাত্রদল-ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্রদল অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো টর্চার সেল হবে না, গণরুম সংস্কৃতি তৈরি হবে না। ক্যাম্পাসে হবে মেধা ও জ্ঞানের চর্চা। ছাত্রলীগ ও তার দোসররা ছাত্ররাজনীতিকে কলুষিত করে এখন চাচ্ছে বাংলাদেশে যেন আর কোনো ছাত্ররাজনীতি না হয়। যেহেতু তারা রাজনীতি করতে পারবে না, তাই অন্য কেউ যেন রাজনীতি করতে না পারে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না। ছাত্রদল ইতিবাচক চর্চার মধ্যে শিক্ষার্থীদের পক্ষে লড়াই সংগ্রাম জারি রাখবে।’

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে ছাত্রদলের ঢাবি শাখার সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.