ঢাকাঃ আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে মিরপুরে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে তারা মিরপুর গোলচত্বরসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। অবস্থান কর্মসূচি ঘিরে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হলেও সতর্ক অবস্থানে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ দিকে ছাত্র জনতার দাবি, ৫ আগস্ট পলাতক দল আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন কায়দায় আবারও অবস্থান জানান দেয়ার চেষ্টা করছে, আর তা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন তারা। শেখ হাসিনা এবং তার দলের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে দেবে না শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
