নিজস্ব প্রতিবেদক।।রাজবাড়ীতে বান্ধবীর জন্মদিনের কেক ও খাবার খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় ওই ৭ স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকেলে ওই অসুস্থ স্কুলছাত্রীদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্কুলছাত্রীরা হলো- তৃষা, অন্তরা, হিয়া, প্রীতি, সুরভী, আখি ও রাফিয়া। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
অভিভাবকদের ধারণা স্থানীয় উত্তম সাহার মুদি দোকানের মেয়াদউর্ত্তীণ কেক ও চকোবিন খেয়ে স্কুলছাত্রীরা অসুস্থ হয়েছে।
তারা জানান, আজ দুপুরে স্কুলের টিফিনের সময় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে যায় ১৩ জন শিক্ষার্থী। পরে সেখানে তারা ইলিশ-খিচুড়ি ও গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা ৫ টাকা দামের কেক ও চকোবিন খায় শিক্ষার্থীরা। পরে স্কুলে আসার পর একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এ/০৭/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.