এইমাত্র পাওয়া

এমপিও পদে নিয়োগের দাবি ননএমপিও সুপারিশ পাওয়া শিক্ষকদের

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ননএমপিও পদে সুপারিশ পাওয়া শিক্ষকরা এমপিও পদে নিয়োগের দাবি জাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আত্মহুতি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এনটিআরসিএ‘র সুপারিশপ্রাপ্ত বেতন বিহীন শিক্ষক পরিষদের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

ননএমপিও শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। এতে আমরা যেমন সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছি, তেমনি মানসিকভাবে ভেঙে পড়ছি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবন থেকে রক্ষার্থে মাত্র ১০৭ জন শিক্ষককে এমপিও পদে স্থানান্তরের মাধ্যমে বেতন-ভাতা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.