এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ছাত্রদল কাজ করবে; ছাত্রদল সম্পাদক

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ও দখলদারিত্ব মুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে এবং ছাত্রদল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য অতীতে কাজ করবে বলে জানান কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্র রাজনৈতিক বন্ধ করা কল্যাণকর হবে না। ছাত্রদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকতে হবে। যাতে পরবর্তীতে কোন ফ্যাসিস্ট ক্ষমতায় না আসতে পারে। গেস্টরুম কালচার ও সিট বাণিজ্যের রাজনীতি ছাত্রদল চায় না। সংগঠনের স্ট্রাকচার অনুযায়ী রেগুলার ছাত্রদের ভেতর থেকে নেতৃত্ব আনা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা বৃহৎ সংগঠন। ছাত্রদলে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শৃঙ্খলা সম্পর্কে জিরো টলারেন্স নীতি অনুসরণ। ৫ই আগস্টের পর যে কয়েকটি বিছিন্ন ঘটনা ঘটেছে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।

অনুপ্রবেশকারীদের সম্পর্কে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, গত ৫ আগস্টের পর অন্য দল থেকে ছাত্রদলে অংশগ্রহণের একটি ঘটনাও ঘটেনি। যেহেতু এটা বড় সংগঠন সেহেতু সংযোজন বিয়োজন থাকতে পারে।

এদিন সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধা নিবেন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন ও তরিকুল ইসলামসহ শাখা ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.