রাজবাড়ীঃ সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির রুট আপাতত পরিবর্তন করা হচ্ছে না। ট্রেন দুটি রাজবাড়ী স্টেশন হয়ে চলাচল করবে। আজ সোমবার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক বলেন, ‘আমি রাজবাড়ী জেলায় যোগদান করার পরই জানতে পেরেছি এ জেলার মানুষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে আন্দোলন করছেন। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী সাহেবের সঙ্গে কথা বলেছি। এখানকার রাজনৈতিক অবস্থা ও মানুষের চাহিদার কথা আমি তাঁর কাছে তুলে ধরেছি।’
জেলা প্রশাসক বলেন, ‘আমি বলেছি, এই ট্রেনসুবিধা এই রুটে চালু করা হয়েছে। এই ট্রেনের সুবিধায় রাজবাড়ীসহ আশপাশের জেলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। মানুষ এই সুবিধাকে উপভোগ করছে। একই ধরনের বিকল্প সুবিধার ব্যবস্থা না করে এই ট্রেন কীভাবে বন্ধ করা হচ্ছে। তিনি আমাকে কথা দিয়েছেন যে আপাতত তারা এই ট্রেন দুটি বন্ধ করবেন না। অবশ্যই বিকল্প সুবিধার ব্যবস্থা করে তাঁরা ট্রেনের রুট পরিবর্তনের পরিকল্পনা করবেন।’
উল্লেখ্য, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে গত শনিবার রাত পৌনে আটটার দিকে ‘রাজবাড়ী এক্সপ্রেস-১০৫’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে বিক্ষোভ করেন জনতা। একই দাবিতে পরদিন গতকাল রোববার সকালে ‘মধুমতী এক্সপ্রেস’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ছাড়া আজ সকালে একই দাবিতে রাজবাড়ী রেলস্টেশনে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন হয়।
বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি ১৫ নভেম্বর থেকে যশোর-খুলনা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলাচল করবে, এমন খবর জানতে পারেন তাঁরা। ট্রেনের রুট পরিবর্তন করা হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। এ কারণে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাঁদের।
রাজবাড়ী রেলওয়ের স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনো পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’
২০২৩ সালের ১ নভেম্বর থেকে রাজবাড়ীর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশপাশের কয়েক জেলার মানুষের।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.