নিজস্ব প্রতিবেদক।।সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে ১ নভেম্বর থেকে চালু হওয়া পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়া সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানান তারা।
গত ৩০ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পারিক বদলি সংক্রান্ত নীতিমালা-২০২৪ জারি করা হয়। এই নীতিমালার অনুচ্ছেদ ৩ এ বলা হয় এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে এবং অনুচ্ছেদ ৪ এ বদলির সাধারণ শর্তাবলীতে উল্লেখ করা হয়। শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পারিক বদলির অবেদনই বিবেচনা করা হবে।
চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে।
প্রসঙ্গত এর আগে ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা ডট কম /এ/০৩/১১/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.