নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ এবং জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজসহ দেশের মোট ছয়টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে তিনটি মেডিক্যাল কলেজের নামের সঙ্গে যুক্ত ছিল শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিক্যাল কলেজগুলোর নাম স্ব-স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনে যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে এগুলো হলো— শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, নোয়াখালী; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালী; এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।
এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে নোয়াখালী মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.