এইমাত্র পাওয়া

৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলা সেই শিক্ষিকার চাকরিচ্যুত ও বিচার দাবি

ফেনীঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিনকে ‘অন্তর্বাস দিবস বলা সহকারী অধ্যাপক রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করার প্রতিবাদ ও তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ছাগলনাইয়া সরকারি কলেজ গেটে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, রুমা সরকার শহীদদের রক্তকে অস্বীকার করেছে। সে খুনিদের পক্ষ নিয়ে ৫ আগস্টকে নারীর অন্তর্বাস ও জামাতির পেচ্ছাপ দিবস বলে ব্যঙ্গ করেছে। কোনো অবস্থাতেই খুনিদের দোসর রুমা সরকারকে ছাগলনাইয়া সরকারি কলেজে ঢুকতে দেওয়া হবে না। তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী জহিরুল ইসলাম, জানজিল মোবারক হোসেন ও নাবা বক্তব্য রাখেন। রুমা সরকার বেগম বদরুন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ছাগলনাইয়া সরকারি কলেজে বদলি করা হয়।

গত ১৮ অক্টোবর এই শিক্ষিকা ফেসবুকে লেখেন, ‘৫ আগস্ট নারীর অন্তর্বাস ও জামাতীর পেচ্ছাপ দিবস বলে ব্যঙ্গাত্মক পোস্ট দেন বলে দাবি শিক্ষার্থীদের।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.