এইমাত্র পাওয়া

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

নওগাঁঃ বদলগাছী উজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন মাতৃকালীন ছুটি দেয়ার নামে এক লাখ ৪ হাজার টাকা নিয়ে আত্মসাত করেছে মর্মে সহকারী শিক্ষিকা (ইংরেজি) মোছা. শারমীন আক্তার ২০/১০/২০২৪ ইং তারিখে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা নিকট লিখিত অভিযোগ করেছেন বলে অভিযোগ সুত্রে জানা গেছে।

অভিযোগে প্রকাশ মোছা. শারমীন আকতার এনটিআরসিএ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তি উক্ত মাদ্রাসায় ০১/০২/২০২২ ইং তারিখে যোগদান এবং ০১/০৩/২০২২ ইং তারিখে এমপিওভুক্ত হন। ইনডেক্য্র নং এম-০০২২৩৫৯ । যোগদানকালীন সময়ে উল্লেখিত শিক্ষিকা সন্তান সম্ভবা ছিলেন হেতু ০৮/০২/২০২২ ইং তারিখ থেকে ৬ মাসের মাতৃকালীন ছুটিতে ছিলেন। ০৪/০৪/২০২৩ ইং তারিখে অধ্যক্ষ শিক্ষিকাকে বলেন মাতৃকালীন ছুটি গ্রহন বৈধ্য হয়নি, জন্যই ৬ মাসের গৃহিত বেতন-ভাতা ফেরৎ দিতে হবে। প্রেক্ষিতে উল্লেখিত মাদ্রাসার আরবি প্রভাষক মো. রেজাউল করিম এর উপস্থিতে শিক্ষিকা শারমীন আকতার তার বাড়ীতে অধ্যক্ষ আনোয়ার হোসেনকে এক লাখ ৪ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে শিক্ষিকা শারমীন আকতার অধ্যক্ষের নিকট থেকে এক লাখ ৪ হাজার টাকা ফেরতের চালানের কপি বার বার চাহিলেও চালানের কপি প্রদানে তালবাহানা করেন। তালবাহানা করায় উক্ত শিক্ষিকা মনে করেন অধ্যক্ষ তার টাকা আত্মসাত করেছেন। বাধ্য হয়ে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ঢাকার নিকট অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

শিক্ষিকা শারমীন আকতার এর সাথে মোবাইল ফোনে কথা বললে অভিযোগ করার সত্যতা তিনি স্বীকার করেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে বার বার কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধনেনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.