এইমাত্র পাওয়া

শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালায় এক ছাত্রকে (১২) বলাৎকার চেষ্টার অভিযোগে সোহেল রানা নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার তালা সদর ইউনিয়নের রহিমাবাদ দারুল উলুম মাদরাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষক সোহেল রানা তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের বাসিন্দা। রহিমাবাদ দারুল উলুম মাদরাসার সহকারী শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমার ছেলের বিষয় নিয়ে মাদরাসার সভাপতির কাছে অভিযোগ দিতে এসে জানতে পারলাম আরও দুইজন ছাত্রদের সাথে একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষক। ভুক্তভোগী ছাত্ররা সোমবার সকালে মাদরাসা পড়বে না বলে বাড়িতে চলে গেছে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবুল কাশেম বলেন, প্রায় এক বছর এখানে শিক্ষকতা করছে শিক্ষক সোহেল রানা। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ সময় শিক্ষকের শাস্তির দাবি করেন তিনি।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, আবাসিক ও অনাবাসিক দুই ব্যবস্থাতেই পাঠদান করে রহিমাবাদ দারুল উলুম মাদরাসায়। ভুক্তভোগী ছাত্র মাদরাসা থেকে লেখাপড়া করে। বেশ কয়েকবার ছুটিতে বাড়িতে আসলে আর মাদরাসায় যেতে চাইতো না। সোমবার সকালে বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য চাপ দেয় পরিবারের সদস্যরা। তবে সে মাদরাসায় না গিয়ে কান্নাকাটি করতে থাকে। পরে মা-বাবার কাছে বলাৎকারের ঘটনা খুলে বলে ভুক্তভোগী ছাত্র।

উক্ত ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠে। পরে অভিযুক্ত শিক্ষককে মাদরাসা কক্ষে আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১০/২০২৪

 

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.