নিজস্ব প্রতিবেদক।।
বাফুফের পেশাদার লিগ কমিটি চিঠি দিয়ে ক্লাবগুলোকে জানিয়েছে আগামী ৪ অক্টোবর চ্যালেঞ্জ কাপ, ৮ অক্টোবর ফেডারেশন কাপ এবং ১১ অক্টোবর প্রিমিয়ার লিগ শুরু হবে। আর চিঠি পেয়ে মাথা গরম হয়ে গেছে ক্লাব কর্মকর্তাদের। ক্লাব কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন সিদ্ধান্ত গ্রহণের আগে ক্লাবগুলোর সঙ্গে যেন একটু আলোচনা করে নেওয়া হয়। তাতে দুই পক্ষেরই কাজ করতে সুবিধা হবে।
কিন্তু লিগ কমিটি সেটিকে আমলে না নিয়ে, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করে খেলা শুরুর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ক্লাব এবং লিগ কমিটি, দুই পক্ষের দ্বন্দ্বের কারণে লিগ শুরু নিয়ে এখন শঙ্কা তৈরি হচ্ছে। এসব নিয়েই ক্লাবগুলোর প্রতিনিধিরা আজকের সভায় থাকবেন।
লিগ পেছানোর দাবি নিয়ে ৫ ক্লাব আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। যারা দেয়নি তারাও খেলাটা পেছানোর পক্ষে। মোহামেডান, আবাহনী, ব্রাদার্স, ওয়ান্ডারার্স এবং চট্টগ্রাম আবাহনী চিঠি দিয়েছে। সবার কথা একই রকম। খেলা জুলাই এবং আগস্টে দেশে কি পরিস্থিতি ছিল সেটা সবার জানা। প্রশ্ন হচ্ছে সেটি কি লিগ কমিটির জানা নেই?
দেশের পরিস্থিতি কোথা থেকে কোথায় তোলপাড় হয়ে গেছে, সেটা ভালো করে না বুঝে কীভাবে উদ্ভূত পরিস্থিতিতে ক্লাবগুলোর সঙ্গে কথা না বলে, সময় না দিয়ে লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবগুলো অর্থ পাচ্ছে না। খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে এখনো ঝামেলা রয়ে গেছে।
ক্লাব পরিচালনায় যারা টাকা দেন তারা অনেকেই উধাও। স্থিতিশীল পরিস্থিতি নেই। অনুশীলন শুরু করা যায়নি। সবকিছু দেখে শুনে লিগ কমিটির এমন সিদ্ধান্ত ক্লাবগুলোর সঙ্গে তামাশা করা।
মোহামেডান পরিষ্কার জানিয়ে দিয়েছে সময় না বাড়ালে তারা খেলবে না। মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব গতকাল বলেন, ‘লিগ কমিটির কাছে আমরা চিঠি দিয়েছি ৬ সপ্তাহ পর লিগ শুরু করুক। এখন আমাদের প্রস্তুতি নেই। দেশের এই পরিস্থিতিতে খেলার নামও নেওয়া যায় না।
যেখানে মানুষের জীবন নিয়ে টানাটানি সেখানে খেলার কথা বলব কাকে? ফোন করলে কেউ ধরছে না। বিদেশি ফুটবলার আসেনি। কোন ক্লাব কী চায় সেটা আমার দেখার বিষয় না। আমার দলের জন্য ৬ সপ্তাহ লাগবে। না হলে আমার পক্ষে খেলা সম্ভব না। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যে ক্লাবগুলোর যে অবস্থা কোনো ভাবেই এটা মানায় না। আমরা বলে ছিলাম আমাদের সঙ্গে কথা বলে নিতে। সেটা করেনি লিগ কমিটি।’
সবচেয়ে নাজুক অবস্থা রয়েছে আবাহনী। ৫ আগস্ট সরকার পতনের পর তাদের ক্লাবে হামলা হয়েছে। দল গঠন নিয়ে ঝামেলা ছিল। একটা সময় লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল আবাহনী। সেখান থেকে সরে এসেছে। তারাও লিগের জন্য প্রস্তুত না। আবাহনীর কথা হচ্ছে কোনো ক্লাবের অঢেল টাকা আছে সবকিছু ঠিকঠাক, বাঁশি বাজিয়ে দিল লিগ শুরু হয়ে গেলো? বিষয়টা এরকম না।
আবাহনী বলছে ৬ সপ্তাহ পেছাতে হবে। দলের ফুটবল ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘আমরা চিঠি দিয়েছি খেলা পেছাতে চাই। ফুটবলাররা ৩ মাস ট্রেনিংয়ের বাইরে। একটা দল প্রস্তুতি নিতেও সময় লাগে। সেটি না দিয়ে লিগ শুরু করলে খেলবে কীভাবে। পেছাতে হবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
