নিজস্ব প্রতিবেদক।।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের সহায়তা করে চাকরি হারিয়েছিলেন সাবেক ক্রিকেটার আরিফা জাহান বিথী। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর রংপুর বিভাগের নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে আবারও ফিরেছেন তিনি। এক ফেসবুক পোস্টে তা নিশ্চিত করেছেন বিথী।
বিথী চাকরি ফিরে পেয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দলে আবারও ম্যানেজার হিসেবে সম্মানজনকভাবে আমার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আমার ফেসবুকের সকলে অনেক সাপোর্ট করেছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব আপনাদের প্রতি। ‘
তিনি আরও বলেন, ‘আগে- আবু সাঈদ ভাইয়ের পরিবার ও ছাত্রদের পানি-বিস্কিট দিয়ে পাশে ছিলাম বলে আমাকে রংপুর বিভাগীয় মহিলা ক্রিকেট দল থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণ জিজ্ঞাস করার সময় আমাকে এসব বলেছিল। ক্রিকেট আমার ২য় পরিবার।’
এর আগে গত ১৬ জুলাই আন্দোলন করার সময় পুলিশের গুলিতে মারা যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ।
শিক্ষাবার্তা ডট কম/এ/০৯/০৮/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.