এইমাত্র পাওয়া

১৭ শিক্ষার্থীকে থানায় গিয়ে ছাড়িয়ে আনলেন ইবির ছয় শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ কোটা সংস্কার আন্দোলনে গতকাল বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে মধ্যরাতে আটককৃত ১৭ শিক্ষার্থীদের ছাড়িয়ে আনেন বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা। তবে আটককৃত ১৮ জন শিক্ষার্থীদের মধ্যে ১৭ জন ছাড়া পেলেও এখনো একজন শিক্ষার্থী থানায় আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত দেড়টায় কুষ্টিয়া মডেল থানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বের করে আনেন শিক্ষকরা।

এসময় উপস্থিত ছয় শিক্ষক হলেন-আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. কামরুল হাসান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপকড. আব্দুল বারী এবং দাওয়াত এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মহাম্মদ মাসউদ আল মাহদী।

শিক্ষার্থীদের ছাড়িয়ে আনার বিষয়ে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, আমরা সাধারণ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতেও যেকোন বিপদে পাশে থাকবো। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা কি ছিল জানতে চাইলে তিনি বলেন, এটা তাদের দায়িত্বের অবহেলা।

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, শিক্ষার্থীরা তাদের মত বলতে থাকুক। আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে ছাড়ানোর বিষয়ে গোপনে ভূমিকা পালন করেছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading