এইমাত্র পাওয়া

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ

 নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশে বসতে চলেছে পুরুষদের ক্রিকেটের বড় কোনো ইভেন্ট। চলতি বছরই নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে দেশে, এর আগে ২০২২ সালে নারীদের এশিয়া কাপও আয়োজন করেছে বিসিবি। এবার এক দশকেরও বেশি সময় পর দেশের মাটিতে পুরুষদের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপের পরবর্তী দুই আসর কোথায় অনুষ্ঠিত হবে তা ইতোমধ্যেই নির্ধারণ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এশিয়ার কাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। এরপর ২০২৭ সালে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। এ কারণেই ২০২৫ সালের এশিয়া কাপ আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। আর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এর আগে এশিয়া কাপ আয়োজন করা হবে ওয়ানডে ফরম্যাটে।

এশিয়া কাপের পরবর্তী এ দুই আসরেই ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান- এই ৫ দেশ ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলও খেলেবে টুর্নামেন্টে। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতি দল খেলবে দুইটি করে ম্যাচ। এরপর উভয়গ্রুপের সেরা দুই দল নিয়ে পরবর্তী সুপার ফোর ধাপটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ সর্বশেষ এশিয়া কাপ আয়োজন করেছিল ২০১৬ সালে। সেবার ফাইনালেও ওঠেছিল টাইগাররা, তবে ভারতের কাছে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় লাল-সবুজের দলের।

শিক্ষাবার্তা ডট কম/এ/২৯/৭/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading