নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলছে এইচএসসি পরীক্ষা। এবছর পরীক্ষায় নকল সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নকল করে এইচএসসি পরীক্ষা দেওয়ার অভিযোগে চাঁদপুরের কচুয়া উপজেলার নিন্দুপুর মহীউদ্দীন খান আলমগীর স্কুল অ্যান্ড কলেজে দায়িত্বরত দুই কেন্দ্র সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জে ফোন দেখে পরীক্ষা দিতে দেওয়ার অভিযোগে ১১ জনকে বহিষ্কার ও একজনকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিন্দপুর ড. মহিউদ্দীন খান আলমগীর উচ্চ বিদ্যালয় ও কলেজে শতভাগ পাশ নিশ্চিত করতে শিক্ষক কর্তৃক এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের বিষয়ে এটিএন নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চোখে পড়লে তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড কুমিল্লা চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল রুস্তম আলী কলেজ ও নিন্দপুর ড. মহিউদ্দিন খান স্কুল ও কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অব্যাহতি দেন এবং বোর্ড থেকে চার সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পাঠান। বোর্ড চেয়ারম্যান জানান, পরীক্ষা কেন্দ্রে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ‘ফোন দেখে লিখছেন পরীক্ষার্থীরা, পাশে দাঁড়িয়ে কক্ষ পরদির্শক’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তরে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় সিরাজগঞ্জের কাজিপুর উপলেজার মনসুর নগর ইউনিয়নের এম. মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা স্মার্ট ফোন দেখে লিখছে আর পাশে দাঁড়িয়ে আছেন কক্ষ পরিদর্শক। এ সংবাদটিও শিক্ষামন্ত্রীর নজরে আসে।
পরে মন্ত্রী সিরাজগঞ্জের জেলা প্রশাসককে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ওই ঘটনায় জড়িত ১১ জনকে বহিষ্কার করা হয়েছে এবং একজনকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে বিষয়ে পরবর্তিতে তদন্ত করে প্রতিবেদন দিতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে প্রশাসন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.