এইমাত্র পাওয়া

চলতি বছরেই একটি করে ডিজিটাল ডিভাইস পাবে সব শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘দেশে ৩০ হাজার প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস নেই’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, ‘এ বছর শেষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে ডিভাইস পৌঁছে দেওয়া হবে।’

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পোর্টাল, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ ও নৈপুণ্য অ্যাপ ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তি সরঞ্জাম নেই- এমন তালিকা করেছি। ২৫ হাজার প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস আছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মাধ্যমে হোক অথা অন্য কোনোভাবে হোক ডিজিটাল ডিভাইস আছে। আমরা ৩০ হাজারের মতো ক্লাসরুমকে স্মার্ট করার জন্য অনুদান দিয়ে যাবো। পাঁচ হাজার প্রতিষ্ঠানকে নির্ধারণ করেছি। এগুলোতে নির্দিষ্ট একটি অনুদান দেওয়া হবে এবং তারা স্থানীয়ভাবে আরও অনুদান নিয়ে নিজেরা কিছু সরঞ্জাম কিনতে পারে।

তিনি বলেন, ‘আমরা প্রশিক্ষণের জন্য ডিজিটাল সরঞ্জামের অপেক্ষায় থাকতে পারি না। ডেমোগ্রাফিক ডিবিডেন্টের একটি সীমা আছে, ২০৩০ এর পর সেটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের সব শিক্ষার্থীকে কর্মমুখী করতে হবে। তাই এ বছর শেষে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ডিজিটাল ডিভাইস পৌঁছানোর ব্যবস্থা নেবো।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুননাহার, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. মো. ফরিদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.