এইমাত্র পাওয়া

এনটিআরসিএর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, যে নির্দেশনা দিলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করা গেলে কর্মসংস্থান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ—উভয়ই সম্ভব হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কার্যালয় পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

এ সময় এনটিআরসিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এ সময় শিক্ষক চাহিদা নিরূপণ, বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রদানের প্রতিটি ধাপ যেন স্বচ্ছ ও মেধাভিত্তিক হয় সে বিষয়ে সকলকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়েও নির্দেশনা দেন।

মতবিনিময়কালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এনটিআরসিএর বর্তমান আইন, জনবল ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বিধিমালা সংশোধনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় অনেক শিক্ষক পদ শূন্য রয়েছে। কর্তৃপক্ষের নিজস্ব জনবলেরও ঘাটতি রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও গতিশীল করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে।

মতবিনিময় শেষে তিনি এনটিআরসিএ কার্যালয় ঘুরে দেখেন। এ সময় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম, সদস্যবৃন্দ, এনটিআরসিএ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading