এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা’য় সংবাদ: দুই স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলনে স্কুলের সভাপতি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা:সভাপতির বড় স্ত্রী প্রধান শিক্ষক থাকেন ঢাকায়, স্কুলে প্রক্সি দেন ছোট স্ত্রী‘ শিরোনামে গত  ২৮ জুন ২০২৪ ইং তারিখে সংবাদ প্রকাশের পরে জামালপুরের দেওয়ানগঞ্জে ছাবেদা চাঁন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছামিউল আলম ছামু মিয়া তাঁর দুই শিক্ষক স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার বিকেলে বিদ্যালয়ের অফিসরুমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে নিজের দুই স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি।

এ সময় কর্মস্থলে প্রক্সি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান ছামিউল আলম ছামু মিয়া। তাঁর দাবি, বিদ্যালয়ে তাঁর দুই স্ত্রী আইন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের জড়িয়ে প্রকাশিত খবরগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ প্রকাশ করায় তাঁরা বিব্রত। নিজেদের নিরপরাধ দাবি করে প্রকাশিত খবরগুলোর প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে একপাশে বসা ছিলেন ছামু মিয়ার বড় স্ত্রী বিদ্যালয়টির প্রধান শিক্ষক লাভলী বেগম, অন্য পাশে তাঁর ছোট স্ত্রী সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক পদে প্রক্সিদাতা মুসলিমা খাতুন। মাঝের চেয়ারে ছিলেন ছামু মিয়া।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.