এ এইচ এম সায়েদুজ্জামান।।
জাতীয় সংসদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডান হাতের কনুইতে তিনটি সেলাই করানো হয়েছে। এছাড়া মাথার সিটিস্ক্যান, হাত ও পায়ের এক্স-রেও করানো হয়েছে।
সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।সাংসদের পিএ আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে বাসায় ফেরার জন্য সংসদ ভবনের বকুলতলা গেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাংসদ কামারুল আরেফিন। সঙ্গে ছিলেন পিএ মামুনও। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা কামরুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে তার হাত, পাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছিলে যায়।
তিনি আরও জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নেয়া হয় সংসদের মেডিকেল সেন্টারে। সেখান থেকে মধ্যরাতে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে তার মাথার সিটিস্ক্যান, হাত-পায়ের এক্স-রে করানো হয়। এছাড়া ডান হাতের কনুইতে তিনটি সেলাই করানো হয়েছে। তবে সিটিস্ক্যান ও এক্স-রে রিপোর্ট ভালো থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.