এইমাত্র পাওয়া

বেতনের টাকা শিক্ষাখাতে দেওয়ার ঘোষণা উপজেলা চেয়ারম্যানের

নারায়ণগঞ্জঃ নিজের মাসিক সম্মানি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করার ঘোষণা দিয়েছেন সোনারগাঁর নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম। সোমবার বিকেলে উপজেলার একটি রির্সোটে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মাহফুজুর রহমান কালাম বলেন, শিক্ষা ছাড়া কোনো ধরনের উন্নয়ন সম্ভব নয়। আমি শিক্ষার মানোন্নয়ন চাই। এজন্য শপথ গ্রহণের পর প্রতিজ্ঞা করেছি আমার মাসিক সম্মানি শিক্ষা খাতে ব্যয় করব।

মতবিনিময় সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সোনারগাঁ গড়ে তোলা এবং স্থানীয় সংসদ সদস্যের সাথে সমন্বয় করে সোনারগাঁর উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এছাক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.কামাল হোসেন, যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালেব মিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.