তীব্র গরমে শিক্ষার্থীদের ধরে রাখতে স্কুলে ‘সুইমিংপুল’

ঢাকাঃ অসহনীয় গরম ও তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের ধরে রাখতে শ্রেণিকক্ষে ‘সুইমিংপুলের’ ব্যবস্থা করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানৌজ জেলার মাসাওনাপুর গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়েরই একটি কক্ষ থেকে চেয়ার-টেবিল-ব্ল্যাকবোর্ড সরিয়ে সেখানে ‘সুইমিংপুল’ করা হয়েছে।

তীব্র গরম থেকে বাঁচতে প্রায় এক ফুট পানি দিয়ে শিশুদের জন্য ঐ সুইমিংপুল করা হয়েছে। এ নিয়ে একটি ভিডিওতে দেখা যায়, শিশুরা সেই পানিতে লুটোপুটি খাচ্ছে। স্কুলের প্রিন্সিপাল বৈভব রাজপুত গ্রামে ‘মজার আইডিয়ার মানুষ’ নামে পরিচিত।

বৈভব রাজপুত বলেন, ‘গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গরমের কারণে শিক্ষার্থীদের খুব কষ্ট হচ্ছিল; অনেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল। এ অবস্থায় আমাদের মনে হলো, যদি স্কুলের ভেতরেই পানিতে লুটোপুটি করার একটা ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরবে। সে অনুযায়ী একটি শ্রেণিক্ষক খালি করে সেটিতে পানি ঢাললাম এবং দেখলাম, নতুন এই ভাবনা কাজ করছে। যেসব শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল, তারা ফের আসা শুরু করেছে।’

এপ্রিলের মাঝামাঝি থেকে ভারতের বিশাল অংশ জুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার দেশটির কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে অন্ধ্র, বিহার, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় লাল সতর্কতা জারি করে বলেছে, আগামী দুই-তিন দিন এই রাজ্যগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সেই সঙ্গে তেলেঙ্গানা, কর্ণাটক ও সিকিমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সংকেতের অর্থ আগামী কয়েক দিন তাপমাত্রা না বাড়লেও কমার সম্ভাবনা নেই।

শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/০১/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …