এইমাত্র পাওয়া

তাপদাহের মধ্যেও স্কুল খোলা রাখায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা করা উচিত: ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ   তীব্র তাপদাহের মধ্যেও শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধ করবে শিক্ষামন্ত্রী। কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ করতে হয় আদালতকে। এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। শিক্ষামন্ত্রী কেন স্কুল খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের আয়োজনে, তারেক রহমানের নির্দেশে সারাদেশে মেহনতী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই তাপদাহের কারণে আপনাদেরকে জবাব দিতে হবে জনগণের আদালতে।

সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্যবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। বিএনপির নির্বাহী কমিটির সদস্য নেসার উদ্দিন ।ওলামা দলের যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন।

শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.